হংকং বিশ্ববিদ্যালয় ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র চালু করতে যাচ্ছে

ইউনূস সেন্টার প্রেস রিলিজ (১৪ অক্টোবর ২০১৫):

নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ১৪ অক্টোবর হংকং সফর করেন। তিনি চাইনিজ ইউনিভার্সিটি অব হংকংয়ের স্যার রান রান শ’ হল-এ এক জনাকীর্ণ বক্তৃতা অনুষ্ঠানে শিষ্টাচার (ঈরারষরঃু) বিষয়ে “ও ঈঅজঊ” বিশ্ববিদ্যালয় বক্তৃতা প্রদান করেন। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা ২০ হাজার। প্রফেসর ইউনূস বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে উপাচার্য প্রফেসর শেন জু ইয়াও তাঁকে স্বাগত জানান। তাঁর পঁয়তাল্লিশ মিনিটের বক্তৃতায় প্রফেসর ইউনূস কিভাবে একটি টেকসই বিশ্ব গড়ে তোলা যায় সে বিষয়ে তাঁর অভিমত বিস্তারিত তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন যে, বর্তমান অর্থ-কেন্দ্রিক পৃথিবী টিকিয়ে রাখা যাবেনা।

বক্তৃতার পর এই বিশ্ববিদ্যালয়ে ডিষ্টিংগুইশ্ড প্রফেসর-অ্যাট-লার্জ হিসেবে অধ্যাপনারত ১৯৯৬ সালে অর্থনীতিতে নোবেল পুরষ্কার জয়ী স্যার জেমস মারলিজ তাঁর নিজের কিছু সিদ্ধান্ত ও পর্যবেক্ষণপ্রসূত তাত্তি¡ক প্রশ্নের জবাব দেবার জন্য বক্তৃতা মঞ্চেই প্রফেসর ইউনূসের একটি সাক্ষাৎকার নেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে একটি জন বক্তৃতায় এত বিপুল ছাত্র সমাগম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আর কখনো ঘটেনি।

উপাচার্য প্রফেসর ইয়াও প্রফেসর ইউনূসের সম্মানে একটি ভোজসভার আয়োজন করেন যেখানে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও হংকংয়ের ব্যবসা জগতের নেতৃস্থানীয় সদস্যরা যোগ নেন। ভোজসভায় অতিথিদের উদ্দেশ্যে প্রদত্ত বক্তব্যে উপাচার্য ঘোষণা করেন যে, সামাজিক ব্যবসার একাডেমিক ও প্রায়োগিক কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য চাইনিজ ইউনিভার্সিটি অব হংকংয়ে একটি ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে। উপস্থিত দু’জন নেতৃস্থানীয় ব্যবসায়ী সর্বসমক্ষে ঘোষণা দেন যে বিশ্ববিদ্যালয়ে ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র স্থাপনে তাঁরা আনন্দের সাথে আর্থিক সহযোগিতা প্রদান করতে প্রস্তুত।


ছবি-১ঃ নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস চাইনিজ ইউনিভার্সিটি অব হংকংয়ে অর্থনীতিতে নোবেল পুরষ্কার জয়ী স্যার জেমস মারলিজ-এর সাথে সামাজিক ব্যবসা নিয়ে আলোচনায় রত।

অব হংকংয়ে উপাচার্য প্রফেসর শেন জু ইয়াও-এর সাথে ফুলসহ শান্তিতে নোবেল পুরষ্কার জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস ও অর্থনীতিতে নোবেল পুরষ্কার জয়ী স্যার জেমস মারলিজ।

Source Link:

Source: Yunus Centre

Updated Date: 9th March, 2017

Related Publications